প্রিন্ট এর তারিখঃ Oct 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 12, 2025 ইং
মাউশি ভেঙে গঠন হচ্ছে মাধ্যমিক শিক্ষা ও কলেজ শিক্ষা দুটি আলাদা অধিদফতর

প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) ভেঙে দুটি আলাদা অধিদফতর গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একটি হবে মাধ্যমিক শিক্ষা অধিদফতর, আরেকটি কলেজ শিক্ষা অধিদফতর। এ বিষয়ে প্রধান উপদেষ্টা সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (১২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে মাধ্যমিক শিক্ষা অংশটি আলাদা করে দুটি নতুন অধিদফতর গঠনের লক্ষ্যে ছয় সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটিকে ৩০ দিনের মধ্যে দুটি নতুন অধিদফতরের আলাদা সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম), কার্যতালিকা এবং দায়িত্ব বণ্টন প্রস্তাব প্রস্তুত করে মন্ত্রণালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটির আহ্বায়ক হিসেবে থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (সরকারি মাধ্যমিক অধিদফতর)। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বা সিনিয়র সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-১)।
এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-১), জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (উপসচিব পদমর্যাদার নিচে নয়), অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপপরিচালক (মাধ্যমিক), উপপরিচালক (সাধারণ প্রশাসন) এবং সহকারী পরিচালক (বাজেট)।
অফিস আদেশে আরও বলা হয়েছে, রোলস অব বিজনেস ১৯৯৬ অনুসরণ করে নবগঠিত অধিদফতরগুলোর কার্যতালিকা, সাংগঠনিক কাঠামো, কর্মবণ্টন এবং টিও অ্যান্ড ই প্রস্তুত করতে হবে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি